ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

সনদে নোট অব ডিসেন্ট বাদ দেয়া ফোর টুয়েন্টিগিরি: মান্না

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে ফোর টুয়েন্টিগিরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

single-ad-main-1

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন বানচাল করতে হামলার আশঙ্কার কথা বলেছেন। তার মানে শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, বিদেশি ষড়যন্ত্রও আছে। ড. ইউনূস দেশের সংস্কার করতে যেয়ে পুরো জিনিসটা গণ্ডগোল পাকিয়ে দিয়েছেন। সবার আপত্তি বাদ দিয়ে সনদে নোট অব ডিসেন্ট বাদ দেয়া ফোর টুয়েন্টিগিরি। ক্ষমতায় যারা আছেন, তারা এমন করলে তাদের হাতে পরিবর্তন সম্ভব হবে?

তিনি বলেন, সনদে স্বাক্ষর করার পর সংশোধন করার অধিকার সরকারকে কে দিয়েছে? বিএনপির মতো দলকেও দেখা করতে তিন বার চিঠি দেওয়া লাগে। বিএনপি তাদেরকে প্রতারক বলেছে, যারা সরকারের নিয়োগকর্তা তারাও প্রতারক বলেছে। তার মানে প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে। আমরা নিরাপদ নই। দেশকে রক্ষা করার দায়িত্ব এখন রাজনীতিবিদদের।

single-ad-main-2

তিনি আরও বলেন, যারা পিআর এর কথা বলে বিশৃঙ্খলা করতে চায়, তাদেরকে বাইরে থেকে শান্ত দেখা গেলেও ভেতরে তুষের আগুন জ্বালিয়ে দিতে পারে। বিএনপি অনেক ধৈর্য ধরছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন