ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

জেলহত্যা দিবসে শেখ হাসিনার বাণী

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এক মর্মন্তুদ, বেদনাবিধুর ও কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ প্রাচীরের ভেতর নৃশংসভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকারের প্রধান নেতৃবৃন্দ সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।

single-ad-main-1

সোমবার ( ৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে শুধু চারজন ব্যক্তিকে হত্যা নয়; এটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীন বাংলাদেশের আদর্শ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রের অংশ। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ঘাতকচক্র তাঁর ঘনিষ্ঠ সহচরদের কারাগারে বন্দী করে রাখে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে তাঁদের নির্মমভাবে হত্যা করে।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে নেতৃত্বহীন করে মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংস ও পরাজিত শক্তিকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার পথ উন্মুক্ত করা হয়েছিল। জাতির পিতার পরম বিশ্বস্ত এই চার জাতীয় নেতা বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

single-ad-main-2

তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তখন এই জাতীয় নেতাগণ প্রবাসী সরকারের নেতৃত্বে থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে অসাধারণ ভূমিকা রাখেন। তাঁদের দেশপ্রেম, নিষ্ঠা, সততা ও আত্মত্যাগ আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে ৩ নভেম্বরের শহিদ জাতীয় নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দিন আমাদের শপথের দিন—আমরা কোনো ষড়যন্ত্র, মিথ্যাচার বা সন্ত্রাসের কাছে নত হব না। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলব—যে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত।

তিনি বলেন, আসুন, জাতির পিতা ও জাতীয় চার নেতার দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামকে বেগবান করি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন