
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য আর নেই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে যশোরে নিজ বাসভবনে পীযূষ কান্তি ভট্টাচার্য পরলোকগমন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে তিনি শোক বিবৃতিতে পরলোকগত পীযূষ কান্তি ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পীযূষ কান্তি ভট্টাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর এবং তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দেশপক্ষ/ এমএইচ









