ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

আ’লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সহসম্পাদক মো. মেজবাহ উদ্দিন প্রিন্স (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ (২৭)।

single-ad-main-1

রোববার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মেজবাহ উদ্দিন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহবাগ থানাধীন বঙ্গ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান খান আজাদকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি গুলশান বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

single-ad-main-2

যমুনা ঘিরে আ.লীগের স্লোগানসহ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা, ২৫ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ