ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

এবার বিজ্ঞাপনে দেখা যাবে শাকিব খানকে

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন নির্মাতা আদনান আল রাজীব। আর এ বিজ্ঞাপনে দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।

single-ad-main-1

গুটি গুটি পায়ে দেশে শীতের আমেজ পড়তেই এমন আবহাওয়াতে ত্বকের যত্নের সুরক্ষার বার্তা নিয়ে আসবে নতুন বিজ্ঞাপনটি। আর ওই বিজ্ঞাপনে ত্বক সুরক্ষার জনপ্রিয় একটি পণ্যের সাথে পরিচয় করিয়ে দেবেন শাকিব।

জানা গেছে, এরইমধ্যে শেষ হয়েছে শুটিং। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং শেষে এবার চলছে তার প্রচারের প্রস্তুতি। খুব শিগগিরই এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারে আসবে।

বিশ্বস্ত সূত্র বলছে, রিমার্ক হারল্যান থেকে নিজের নাম সরিয়ে নেয়ার পর এখন থেকে বিভিন্ন কোম্পানির কোলাবোরেশনে টিভিসি, ফটোশুট অথবা বিজ্ঞাপন প্রচারণায় নিয়মিত দেখা যাবে এ তারকাকে।

single-ad-main-2

বর্তমানে নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। শাকিব ছাড়া সিনেমায় আরও রয়েছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ