ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

আবীরের থেকে অনেক কিছু শেখার আছে: জয়া আহসান

টালিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিনে প্রিয় বন্ধুকে নিয়ে আবেগী বার্তা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শোবিজ ইন্ডাস্ট্রিতে তাকেই সেরা বন্ধু হিসেবে মনে করেন অভিনেত্রী।

single-ad-main-1

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, আবীরের বিশেষ দিন উদ্‌যাপনে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন জয়া। দীর্ঘ আলাপচারিতায় জয়াকে দেখা যায় আবীরের প্রশংসায় পঞ্চমুখ হতে।

জয়া জানান, ইন্ডাস্ট্রিতে তিনি অনেকের সঙ্গেই কাজ করেছেন। তবে আবীরের সঙ্গে তার বেশি কাজ হয়েছে। সে সুবাদে অভিনেতার অনেক গুণই তিনি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। জয়া বলেন,
আমি কখনও দেখিনি ও কোনও আড্ডায় বা কখনও কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবীরকে কখনও বলতে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে। একটু বেশিই সমালোচনাহীন মানুষ। ভক্তদেরও অনেক যত্ন করতে জানে ও।

জয়া আরও বলেন, আসলে আবীরের থেকে অনেক কিছু শেখার আছে। সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয়। আবীর খুব সুন্দরভাবে পরিবারকে প্রাধান্য দিয়ে সংসার জীবনটা মেনটেন করে। শুধু তাই নয়, কাজের জায়গাটাও ব্যালান্স করে। ওর মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।

single-ad-main-2

প্রসঙ্গত, জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘বিসর্জন’, ‘আবর্ত’ ইত্যাদি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ