ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বাড়ি থেকে বের হলেই অপহরণের শিকার হচ্ছে মানুষ

রাজধানীসহ সারাদেশে অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বাড়ি থেকে বের হওয়া সাধারণ মানুষ এখন অনিশ্চয়তা ও আতঙ্কে ভুগছেন। সাম্প্রতিক একের পর এক অপহরণ ও হত্যা–নির্যাতনের ঘটনা নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার নতুন মাত্রা যোগ করেছে।

single-ad-main-1

গত ৭ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ী এলাকা থেকে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত রায়কে অপহরণ করা হয়। অপহরণের পর তাঁর বাবার কাছে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে মুক্তিপণ না পাওয়া এবং বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সুদীপ্তকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনা রাজধানীর অভিভাবক মহলে চরম উদ্বেগ তৈরি করেছে।

শুধু এই ঘটনাই নয়—চলতি বছরের প্রথম ১০ মাসেই সারা দেশে ৯২১টি অপহরণের মামলা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে তিনজন করে মানুষ অপহৃত হয়েছে। আগে যেসব অপহরণ ঘটত রাতের অন্ধকারে, এখন সেগুলো ঘটছে দিনের আলোতেও, প্রকাশ্য স্থানে। এতে নাগরিকদের নিরাপত্তাবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু অক্টোবর মাসেই সারা দেশে ১১০টি অপহরণের মামলা হয়েছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৫০১। অর্থাৎ এক বছরের ব্যবধানে অপহরণের হার প্রায় দ্বিগুণ।

single-ad-main-2

এদিকে সাধারণ মানুষের মতে, পুলিশের রেকর্ডে থাকা সংখ্যাই সব নয়—প্রকৃত অপহরণের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, ভয়ভীতি বা প্রভাবশালী গোষ্ঠীর কারণে অনেক অপহরণ মামলা পর্যন্ত হয় না।

ক্রমবর্ধমান অপহরণের ঘটনায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, প্রতিদিন গড়ে তিনজন মানুষের অপহরণ হওয়া প্রমাণ করে দেশে আইনের শাসনের বড় ঘাটতি রয়েছে। শিশু–কিশোরদের নিরাপত্তা নিয়ে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে ভয় ও অনিশ্চয়তা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অপহরণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ