ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

অবৈধ রায়ের প্রতিবাদে বরগুনা জেলা ছাত্রলীগের মশাল মিছিল

ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরগুনা জেলা ছাত্রলীগ বৃহস্পতিবার সন্ধ্যায় এক মশাল মিছিল বের করে। সংগঠনের নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় “প্রহসনমূলক ও অন্যায্য”। মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সদর রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

single-ad-main-1

সমাবেশে বক্তারা বলেন, রায়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে, বরগুনার ছাত্রলীগের এই মশাল মিছিল তারই অংশ। বক্তারা দাবি করেন—যে বিষয়টি নিয়ে রায় দেওয়া হয়েছে, তা “রাজনৈতিকভাবে প্রভাবিত” এবং “সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে”।

মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাতে হাতে মশাল, ব্যানার ও স্লোগানে তারা রায় বাতিলের দাবি জানান।

ছাত্রলীগ নেতারা ঘোষণা দেন, রায় প্রত্যাহার বা পুনর্বিবেচনার বিষয়ে স্পষ্ট অগ্রগতি না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

single-ad-main-2

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ