
ঢাকা-১৩ আসনে ঘোষিত “অবৈধ তফসিল” বাতিলের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় সংগঠকরা। তারা অভিযোগ করেন—সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করে গণতন্ত্রবিরোধী চক্রান্তের অংশ হিসেবে এই অবৈধ তফসিল ঘোষণা করা হয়েছে। জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, খুনি ইউনূসকে মানি না বিভিন্ন স্লোগান দেন।
-নি/ এমএইচ









