ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

আলমগীরের ঘটনায় এই বার্তাই কি দেওয়া হলো, সমালোচনা করা যাবে না

বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে রাতভর ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটক রাখার পর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

single-ad-main-1

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে আদালতে হাজিরের পর আনিস আলমগীরকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলায় গ্রেফতার দেখানোর আগে তাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে, সামাজিক মাধ্যম ও টকশোতে বসে ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালানোর’ অভিযোগ আনা হয়েছে।

মি. আলমগীর সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশো ও সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে আলোচনায় এসেছিলেন। ফলে তাকে গ্রেফতার করায় প্রশ্ন উঠছে, ‘সরকারের সমালোচনা’ করা গ্রহণ করা হবে না, এমন বার্তাই এই গ্রেফতারের মাধ্যমে দেওয়া হলো কিনা।

single-ad-main-2

আওয়ামী লীগ সরকারের সময়ে ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল, এখন আবার সেই ভয়ের সংস্কৃতিই ফিরে এসেছে কিনা সেই প্রশ্নও উঠছে।

এই গ্রেফতারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। এ ধরনের গ্রেফতার ‘ভিন্নমত দমনের একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে,’ বলে মন্তব্য করেছে সংস্থাটি।

বাংলাদেশের ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি।

সূত্র : বিবিসি বাংলা

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ