
যশোরের কেশবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রশীদ (৪২), সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলী (৪৫) এবং বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রজব আলী গাজী (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশপক্ষ/ এমএইচ









