ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন

বিদ্যালয় পুড়ল কেন, প্রশ্ন আকিরার

“আমার মেয়ের এই প্রতিবাদটা থাকুক। সরকার জবাব দিক, কেন আমার মেয়ের স্কুলে হামলা হলো?”

single-ad-main-1

স্কুলে হামলার খবর জানার পর থেকে কান্না থামানো মুশকিল হয়ে গেছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফ্রোদিতি আকিরার।

এই শিক্ষার্থীর মনে প্রশ্ন, তাদের স্কুলে কেন আগুন দেওয়া হলো?

অন্তর্বর্তী সরকারের কাছে জবাব চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই শিক্ষার্থী। ভিডিওটি আকিরার বাবা বাণ্টি আফজাল শুক্রবার ফেইসবুকে প্রকাশ করেছেন।

single-ad-main-2

আফ্রোদিতি আকিরা ভিডিও বার্তায় বলেছেন, “আমি নালন্দা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার বিদ্যালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন? ভাঙচুর করা হচ্ছে কেন? আমার বই-খাতা, আঁকা ছবি, বাদ্যযন্ত্র কেন ভেঙে দেওয়া হচ্ছে?

“আমাদের এই স্বাধীন দেশে আমি নিরাপদ নয় কেন? ড. ইউনূস সাহেব, আপনার কাছে এই জবাব চাই। আমরা এখন ছোট আছি, কিছু করতে পারতেছি না। আমরা এক সময় বড় হব, এই কষ্ট কখনোই ভুলবো না।”

বাণ্টি আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছায়ানট সংস্কৃতি-ভবনে হামলার পর সকাল থেকে আমার মেয়ের কান্না থামানো মুশকিল হয়ে গেছে। সে এসে আমাকে বলতেছে, ‘যে বাবা আমি ভিডিও করে ফেইসবুকে দিতে চাই’। আমি ‘না’ করিনি।”

“আমার মেয়ের এই প্রতিবাদটা থাকুক। সরকার জবাব দিক, কেন আমার মেয়ের স্কুলে হামলা হলো?”

এদিকে ছায়ানটে হামলার ঘটনায় শুক্রবার বিকালে গান গেয়ে প্রতিবাদ করেছে নালন্দা এবং ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা।

ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনের এ আয়োজনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে ছায়ানট ভবন পরিদর্শনে আসেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, “ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

“আমি ছায়ানট কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্ষয়ক্ষতি নিরূপন করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি যেন দ্রুত চালু করা যায়। এ ব্যাপারে আর্থিক সহায়তাসহ সরকার সব ধরনের সহায়তা দেবে।”

ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন উপদেষ্টা।

ছায়ানটের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ নিয়োজিত রয়েছে।

অন্যদিকে বাঙালির আবহমান সংগীতসংস্কৃতির সাধনা ও প্রসারে ছায়ানট তার স্থির প্রত্যয় যাত্রায় অবিচল থাকবে বলে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে।

তবে ছায়ানটের বিবৃতিতে বলা হয়, “ছায়ানট একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছায়ানট কোনো সরকার, বিদেশি সংস্থা বা করপোরেট অনুদান গ্রহণ করে না। সুতরাং, ছায়ানট আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই ক্ষতিপূরণ করবে। সংগীত এবং শিশুদের সাধারণ শিক্ষায় এই সাময়িক বিঘ্নের দ্রুত প্রতিকার করতে বদ্ধপরিকর।”

“ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সংগীতসংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে ছায়ানট৷”

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর শাহবাগসহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে হামলার খবরের মধ্যে একদল বিক্ষোভকারী রাত ১টার পর জড়ো হতে থাকেন ধানমন্ডির শংকরে ছায়ানটের সামনে।

ঐতিহ্যবাহী এ ভবন ও সাংস্কৃতিক ইনস্টিটিউটে হামলার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা দলে দলে সেখানে ঢুকে পড়ে ভাঙচুর চালাতে শুরু করে। তারা সংগঠনের নামফলক ভেঙে ফেলে। নিচ তলায় গিয়ে সব আসবাবপত্র ও বাদ্যযন্ত্র ভেঙে ফেলে।

দেশপক্ষ/ এমএইচ

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ