ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন

দিনাজপুরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা (৬৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

single-ad-main-1

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আলতাফুজ্জামান মিতা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে শুক্রবার রাত পৌনে ২টায় বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

single-ad-main-2

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।

অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ