
প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে বিশেষ আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে লিভারপুল। প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার দুই ছেলে দিনিস ও দুয়ার্তে ম্যাচের আগে মাসকট হিসেবে খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
গত জুলাইয়ে স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছোট ভাইসহ প্রাণ হারান জোতা। তার মৃত্যুর পর এটিই হবে লিভারপুল ও উলভসের প্রথম মুখোমুখি লড়াই।
চলতি মৌসুমের শুরুতে দুই দলের প্রিমিয়ার লিগ উদ্বোধনী ম্যাচে জোতা নিজে উপস্থিত ছিলেন স্ত্রী রুতে কারদোসো ও দুই সন্তানকে নিয়ে। সেই স্মৃতিই এবার শ্রদ্ধা ও ভালোবাসায় রূপ নিতে যাচ্ছে অ্যানফিল্ডে।
জোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিভারপুল ক্লাব জানায়, তার স্মরণে ক্লাবের আইকনিক ২০ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসর নেওয়া হবে।
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়ে জোতা সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেন।
ক্লাবের সাম্প্রতিক সাফল্যে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা, ২০২২ সালের এফএ কাপ এবং ২০২২ ও ২০২৪ সালের লিগ কাপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা।
আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের হয়ে জোটা খেলেছেন ৪৯ ম্যাচ। তিনি ইউরো ২০২০ ও ইউরো ২০২৪, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন।
উল্লেখ্য, দুর্ঘটনার মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ডিয়োগো জোতা। শনিবারের ম্যাচে তার দুই সন্তানের মাসকট হিসেবে মাঠে নামা লিভারপুল সমর্থকদের জন্য হয়ে উঠবে এক গভীর আবেগের মুহূর্ত।
-নি/ এমএইচ









