
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় ক্রুসহ জাহাজের ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকরা জাহাজে ছিলেন না।
মৃত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী ছিলেন এবং অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে তিনি ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহণ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা অবস্থান করছেন এবং জাহাজটি পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।
পর্যটক নিরাপত্তা নিশ্চিত ও যাত্রা চালু থাকবে কিনা—তা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
দেশপক্ষ/ এমএইচ









