ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন

ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ দুই নেতা গ্রেফতার

হবিগঞ্জের বাহুবলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ক্ষমতা আইনে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগ-যুব লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

single-ad-main-1

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম যোগদানের পর থেকেই সরাসরি নেতৃত্ব দিয়ে ধারাবাহিকভাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:-

১) ফেরদৌস আলম (৪৯), স্বস্থিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। সে বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

single-ad-main-2

২) মোঃ লিটন আহমেদ (৩৫), পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে । সে বাহুবল উপজেলার ০৭নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বাহুবল মডেল থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে পুলিশের এ অভিযানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ