ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন

হাদি হত্যার মূল আসামি ভারতে পালিয়েছে : ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামিরা চিহ্নিত হওয়ার আগেই ভারতে পালিয়েছে।

single-ad-main-1

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুজনকে আটক করেছে ভারতের পুলিশ।

মো. নজরুল ইসলাম বলেন, এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

single-ad-main-2

ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্র ও পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে পারবো।

তবে, হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ