ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন

পিরোজপুরে সাহা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫টি ঘর ভস্মীভূত

পিরোজপুর জেলা সদরের শারিকতলা ডুমরিতলা গ্রামে গতকাল শেষ রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই গ্রামের সাহা বাড়ির ০৫টি বসতঘর এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে জানালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

single-ad-main-1

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। পরিবারের সদস্য সন্ধ্যা রানী সাহা জানান, ভোর রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পলাশ সাহার খাবার ঘরের জানালা দিয়ে দাহ্য পদার্থ ভেজানো কাপড় ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

ক্ষয়ক্ষতি:

আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে স্থানীয়রা চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় একটি ঘর রক্ষা করা সম্ভব হলেও বাকি ৫টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

single-ad-main-2

নৃশংসতার প্রতিবাদ ও বিচার দাবি:

ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন দেওয়ার এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি কেবল সম্পত্তি ধ্বংস নয়, বরং মানুষ হত্যার এক সুগভীর ষড়যন্ত্র। এই বর্বরোচিত হামলা কোনো ধর্মই সমর্থন করে না।

ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন। তারা অতি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ