
হবিগঞ্জের চুনারুঘাটে অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে সেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী সেলিম আহমেদকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম আহমেদ (৪২) চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা ও আমুরোড বাজারের জননী ফোন এন্ড ইলেক্টনিক্স এর স্বত্তাধিকারী এবং বনগাঁও গ্রামের বাসিন্দা আঃ নূর মিয়ার ছেলে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
দেশপক্ষ/ এমএইচ









