
আশরাফুল হোসেন আলম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আমজনতার দল (প্রজাপতি) থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
রোববার (২৮ ডিসেম্বর) মুঠোফোনে তিনি নিজেই এ কথা জানান।
হিরো আলম বলেন, এর আগেও বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছি। সে সময় ভোট কারচুপি ও অনিয়ম গোটা দেশব্যাপী দেখেছে। প্রকৃত বিজয়ী হয়েও আমাকে পরাজিত দেখানো হয়েছিল।
আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে হিরো আলম জানান, তিনি আবারও বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে চান এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। নিজেকে জনগণের প্রার্থী দাবি করে তিনি ভোটারদের পাশে থাকার অঙ্গীকার করেন।
দেশপক্ষ/ এমএইচ









