ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন

নির্বাচনীয় হলফনামায় ডুপ্লেক্স বাড়িসহ যত টাকার তথ্য দিল জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্পদ আছে দেড় কোটি টাকার। তার কাছে আছে নগদ ৬০ লাখ টাকা, ২৭ লাখ টাকা মূল্যের ডুপ্লেক্স বাড়ি এবং দশ ভরি স্বর্ণ।

single-ad-main-1

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামায় তিনি তার পেশা চিকিৎসক হিসেবে উল্লেখ করেছেন। তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।

ডা. শফিকুর রহমান তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে ২ একর ১৭ শতক কৃষিজমি আছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার কাছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার সম্পদ আছে। কৃষিখাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন।

single-ad-main-2

হফলনামায় বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের বাবা মো. আবরু মিয়া, মাতা খাতিবুন্নেছা, বাসা-১৭, রোড়-২, পপুলার হাউজিং-১. বড়বাদ. মিরপুর। কোনো ঋণ নেই। আয় রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ এক কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা। আয় তিন লাখ ৬০ হাজার টাকা। আয়কর দিয়েছে ৩০ হাজার টাকা।

হলফনামায় আরও বলা হয়েছে, স্ত্রীর কোনো আয় নেই। তিন সন্তানের সবার আয় রয়েছে। সালওয়া সাফীর সম্পদ ৫ লাখ টাকা। আয়কর দেননি। সাবরীন রাদী আয় ২৫ হাজার ১৭৯ টাকা। সম্পদের পরিমাণ ১৭ লাখ ৭৫ হাজার ১৭৯ টাকা। আয়কর দিয়েছে ৩ হাজার ৭৯৯ টাকা। রাফাত সাদিকের আয় ৬৬ হাজার ৬৬৭ টাকা, সম্পদ ৩০ হাজার টাকার, আয়কর দেননি।

হলফনামায় বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়- এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহনসহ দুই লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ (যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে প্রতিটি অ্যাকাউন্টের নাম, নম্বর এবং ব্যাংকের নাম পৃথক কাগজে উল্লেখ করুন) হিসাবে ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা দেখিয়েছেন।

২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা উল্লেখ করেছেন। বছরে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৩ লাখ ৬০ হাজার টাকা। প্রদত্ত আয় করের পরিমাণ ৩০ হাজার টাকা।

হলফনামা দেখা গেছে, জামায়াত আমিরের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এম বি বি এস, পেশা চিকিৎসক। তিনি হলফনামায় মোট ৩৪টি মামলার কথা উল্লেখ করেছেন। দুটি মামলা হাইকোর্ট কর্তৃক স্থগিত আছে। বাকি ৩২টি মামলার সবগুলো থেকে প্রত্যাহার ও খালাস পেয়েছেন তিনি। তিনি কখনই ফৌজদারি মামলায় অভিযুক্ত হননি বলে উল্লেখ করেছেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ