ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় আবর্জনা সংগ্রহকারীরা

রাজধানীর মিরপুরে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী ভ্যানচালকেরা।

single-ad-main-1

রোববার (সকাল ১০টা) মিরপুর-১০ নম্বর এলাকায় আবর্জনা বোঝাই একাধিক ভ্যান রাস্তার ওপর আড়াআড়ি করে রেখে তারা যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।

ভ্যানচালকদের অভিযোগ, ময়লা সংগ্রহের কাজে বের হলেই স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। মাস শেষে এই চাঁদার অঙ্ক দাঁড়ায় ৬ থেকে ৭ হাজার টাকা, যা তাদের আয়ের তুলনায় অসম্ভব চাপ তৈরি করছে।

পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ ফারুক বলেন, তিনি একটি গলির প্রায় ৩৫টি ভবনের, অর্থাৎ প্রায় ৩০০ ফ্ল্যাটের ময়লা অপসারণ করেন।

single-ad-main-2

তিনি বলেন, “আমি ভ্যান টেনে দিনে দুই থেকে তিনবার যাওয়া–আসা করে ময়লা টানি। এখন মাস গেলে যদি আমার ৬–৭ হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে আমি খাব কী?”

পুলিশ জানায়, সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যান রেখে সড়ক অবরোধ করেছিলেন। প্রায় ২০–২৫ মিনিট পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের সিটি করপোরেশনের কার্যালয়ে নিয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, ভ্যানচালকেরা চাঁদাবাজির অভিযোগ করেছেন। তবে তিনি দাবি করেন, নির্ধারিত স্থানের বাইরে ময়লা রাখাকে কেন্দ্র করেও স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। পরে সবাইকে বুঝিয়ে সিটি করপোরেশনের দপ্তরে পাঠানো হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকার কারওয়ান বাজারে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে চাঁদাবাজির প্রতিবাদ জানাতেই তারা মানববন্ধনে জড়ো হয়েছিলেন। ওই হামলায় যুবদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ