
যশোরের মণিরামপুরে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তার বরফকল রয়েছে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছিলেন রানা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশের গলির মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলি করে হত্যা করে।
স্থানীয় রিপন হোসেন নামে একজন জানান, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে এসে রানাকে বরফকল থেকে ডেকে পাশে একটি গলিতে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে মণিরামপুরের দিকে আসার রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রানার মরদেহের পাশে সাতটি গুলির খোসা পড়ে ছিল।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
দেশপক্ষ/ এমএইচ









