ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ন

জুলাই আগস্টের সকল খুনের মাস্টারমাইন্ড ইউনুস

এক হাতে রক্ত, অন্য হাতে বই লাশের উপর দাঁড়িয়ে প্রজেক্টের হাসি!

single-ad-main-1

আবু সাঈদ ছিলো দখলদারদের মেটিকিউলাস ডিজাইনের সফল প্রজেক্ট যার বাস্তবায়নের পর আজ চলছে গর্বের প্রদর্শনী! এই নোংরা প্রজেক্টের স্থপতি ও মাস্টারমাইন্ড ড. মুহাম্মদ ইউনুস যিনি এক হাতে হত্যার নকশা আঁকেন, অন্য হাতে সেই রক্তের গল্পকে বই আর গ্রাফিতিতে রূপ দেন।

আবু সাঈদের জন্য তার কোনো শোক নেই, নেই কোনো মানবিক বোধ বরং “শহীদ ” বলে ২৪শে জুলাইকে বগলদাবা করে প্রজেক্টের রিপোর্ট হাতে বিদেশে বিদেশে হাসিমুখে হাজির হচ্ছেন বিভিন্ন কেপ্টদের সঙ্গে। আজ যে ইউনুসের হাসি , সেই হাসির পেছনে আছে অসংখ্য হত্যার চিহ্ন, লুকানো প্রজেক্টের নকশা আর নিষ্ঠুর রাজনৈতিক প্রপাগান্ডা।

এই প্রজেক্ট, এই হত্যা, এই বই সব মিলিয়ে ইউনুস এখন এক নির্মম ক্ষমতার প্রতীকে পরিণত হয়েছেন।

single-ad-main-2

যে মানুষ একদিকে খুনের পরিকল্পনা করে, আর অন্যদিকে সেই হত্যাকাণ্ডকে বই ও গ্রাফিতিতে রূপ দিয়ে হাসিমুখে বিতরণ করে তার কাছে ন্যায়, ইতিহাস, মানবতাসবই প্রজেক্টের উপাদান মাত্র।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ