
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবৈধ ও ফ্যাসিস্ট ইউনুস সরকারের দখলদার বাহিনী এনসিপির সন্ত্রাসী নেতাকর্মীদের দ্বারা সংঘটিত ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, এই হামলা কেবল একটি ভবনের উপর নয়, কেবল একটি দলীয় কার্যালয়ের উপরও নয় – এটি চট্টগ্রামে আওয়ামী লীগের ঐতিহ্য, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর এক সুপরিকল্পিত আঘাত। বীর চট্টলার রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে। চট্টলার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত এই কার্যালয় বহু বছর ধরে আমাদের রাজনৈতিক ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের প্রতীক। সেই কার্যালয়ে আঘাত মানে আমাদের ইতিহাসে, আদর্শে ও অস্তিত্বে আঘাত করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো সামিল।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই – এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া হবে না। দলীয় কার্যালয় ভাঙচুর করে আন্দোলন সংগ্রাম দমিয়ে রাখা যাবে না, দখলদার ইউনূস বিরুদ্ধে আন্দোলন স্ফুলিঙ্গের মত বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ফ্যাসিস্ট ইউনুস সরকারের প্রত্যক্ষ মদদে সংঘটিত এই বর্বর হামলার বিচার একদিন বীর চট্টলার মাটিতেই হবে।
দেশপক্ষ/ এমএইচ









